কটক হাসপাতাল পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেডিক্যাল টিমকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আহতদের দেখার পর মুখ্যমন্ত্রী জানান, ওই হাসপাতালে ১০০ শয্যার একটি ক্রিটিক্যাল ইউনিট তৈরি হবে। এছাড়া একটি ক্য়ান্সার ব্লক তৈরি হবে।

Must read

আজ মঙ্গলবার, কটক হাসপাতালে (Cuttack hospital) এরাজ্যের আহতদের দেখে সোজা মেদিনীপুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে কথা বলেন আহতদের সঙ্গে। একই সঙ্গে হাসপাতালের আধুনিকীকরণের বিষয়ে কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ট্রাক্টরে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনজোয়ার হরিপাল-তারকেশ্বরে

এদিন ওড়িশা থেকে বিকেলে ৫টা ২০ মিনিট নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সুবিধা-অসুবিধা শোনেন। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন মমতা। শুক্রবার দুর্ঘটনার পরেই ওই হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম বালেশ্বর গিয়েছিল। সেই দলের সদস্যদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ব্রহ্মপুরে এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া, বিপাকে যাত্রীরা

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহত ৪৬ জন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আহতদের মধ্যে বেশির ভাগ মেদিনীপুরের। বীরভূম এবং ঝাড়গ্রামও রয়েছে। আমি কটকে গিয়েও এমন রোগীদের সঙ্গে দেখা করে এলাম।’’ তিনি জানান, অন্তত ৬১ জন আহত মেদিনীপুরের সব হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৬ জন বিহারের বাসিন্দা। বুধবার থেকে মৃতদের পরিবার এবং আহত ও অল্প আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা: কটক হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী বলেন, সত্য উদ্ঘাটন হোক

আহতদের দেখার পর মুখ্যমন্ত্রী জানান, ওই হাসপাতালে ১০০ শয্যার একটি ক্রিটিক্যাল ইউনিট তৈরি হবে। এছাড়া একটি ক্য়ান্সার ব্লক তৈরি হবে। প্রসূতি বিভাগের শয্য়া সংখ্যা বৃদ্ধি করা হবে।

 

Latest article