রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যের স্বার্থে তিনি বিদেশের মাটিতে পা দিয়েছিলেন। সফর নিয়ে খুশি সেটা বিমানবন্দরে নেমেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

টানা ১২ দিনের বিদেশ সফর শেষে শনিবার দেশে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, রবিবার বিকেলে স্বাস্থ্যপরীক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এসএসকেএম হাসপাতালে (SSKM)। সেখানের উডবার্ন ব্লকের সামনে নেমে ১২ নম্বর ওয়ার্ডে যান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম–সহ অন্যান্য স্বাস্থ্য কর্তারা। স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তাঁর পায়ের সমস্যা নিয়েই হাসপাতালে আসেন বলে খবর।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে লাঠি দিয়ে মারছে পুলিশ, ভাইরাল ভিডিও

আজ এসএসকেএম হাসপাতালে যান কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। রাজ্যের স্বার্থে তিনি বিদেশের মাটিতে পা দিয়েছিলেন। সফর নিয়ে খুশি সেটা বিমানবন্দরে নেমেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ কি হল মুখ্যমন্ত্রীর। গত জুন মাসে জলপাইগুড়িতে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে, পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের জেরে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করতে হয় মুখ্যমন্ত্রীর চপারকে। পায়ে চোট পান তিনি। আজও পায়ের চিকিৎসার জন্যই এসএসকেএম হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। সামনেই দুর্গাপুজো। রয়েছে একাধিক কর্মসূচি। জানা যাচ্ছে, তাই তার আগেই পায়ের পরীক্ষা করিয়ে নিলেন তিনি।

Latest article