এমআরআই, টানা বিশ্রাম নিতে পরামর্শ

চিকিৎসকরা অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই ফ্লুইড বের করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেন। চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্রামে থাকলেই হবে

Must read

প্রতিবেদন : রবিবার বিকেলে এসএসকেএম-এ রুটিন চেক-আপে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সওয়া তিন ঘণ্টা হাসপাতালে ছিলেন। হয়েছে বেশকিছু পরীক্ষা। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্তত দশদিন মুখ্যমন্ত্রীর হাঁটাচলা কম করতে হবে। কারণ তাঁর বাঁ-পায়ের হাঁটুতে ফের চোট লেগেছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে বেশ বোঝা যাচ্ছিল সেই যন্ত্রণার অভিব্যক্তি।

আরও পড়ুন-শুটিংয়ে বঙ্গতনয়ার জয়জয়কার, রোয়িংয়ে চমক, সকালেই ঝুলিতে পাঁচ পদক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রবিবার বিকেল সওয়া চারটে নাগাদ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে আসেন মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে যাওয়া হয় সাড়ে ১২ নম্বর কেবিনে। ছিলেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম ও নগরপাল বিনীত গোয়েল-সহ পদস্থ আধিকারিকরা। সাড়ে ১২ নম্বর কেবিনের পাশের ঘরেই মুখ্যমন্ত্রীর পায়ের এমআরআই হয়। রক্তের কয়েকটি পরীক্ষাও হয়। ডাঃ রাজেশ প্রামাণিক, ডাঃ সমীরণ সামন্তর তত্ত্বাবধানে এমআরআই হয়। এমআরআই রিপোর্ট অনুযায়ী কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী পায়ে চোট পান। সেই জায়গায় ফের ফ্লুইড জমেছে।

আরও পড়ুন-বারাণসীতে মোদীর কনভয়ের সামনে ঝাঁপ দিলেন চাকরিপ্রার্থী

চিকিৎসকরা অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই ফ্লুইড বের করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেন। চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্রামে থাকলেই হবে। কোনওরকম ফিজিওথেরাপির প্রয়োজন হবে না। আগামী কয়েকদিন চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েই শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন। তাঁদের আশা, দ্রুত মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক হাঁটা-চলা করবেন।

Latest article