এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী, কুশল জানলেন রাজ্যপাল

এদিন তিনি মুখ্যমন্ত্রীকে চিকিৎসককে দেখিয়ে নেওয়ার পরামর্শ দেন। প্রসঙ্গত বাগডোগরা থেকে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী।

Must read

এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। গাড়ি থেকে নামার সময় খুঁড়িয়ে হাঁটেন তিনি । পায়ে চোট রয়েছে, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে। বাঁ পা ফেলতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। হুইল চেয়ার বা স্ট্রেচার আনা হলেও, তিনি সেটা নিতে চাননি। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণের পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি টুইটারে নিজেই সেই কথা জানিয়েছেন।

আরও পড়ুন-দিল্লি গিয়ে আন্দোলন করে বকেয়া টাকা আদায়, বললেন অভিষেক

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হবে মুখ্যমন্ত্রীর। সেখানে এমআরআই করা হবে। সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসকেএমে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম, এসএসকেএমের ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্য়ায়। মেডিসিন বিভাগের প্রধান রাজেশ প্রামাণিকও থাকবেন। ভিভিআইপি কেবিনে তিনি। হাসপাতালে উপস্থিত পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

আরও পড়ুন-মোদি সরকারের আয়ু কতদিন জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা এসএসকেএম পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। কেমন আছেন, জানতে চাওয়া হলে গাড়িতে বসেই তিনি জানান তাঁর পায়ে লেগেছে।। আজ মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার ফলেই হেলিকপ্টার সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করাতে হয় । নামার সময়েই পায়ে ও কোমরে চোট পেয়েছেন তিনি। আপাতত এমআরআই করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে রয়েছে তিন সদস্যের চিকিৎসক দল। ড. রাজেশ প্রামাণিক (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ), ড. অলক পণ্ডিত (স্নায়ুরোগ বিশেষজ্ঞ), ড. অর্চনা সিংহ (রেডিওলজি বিশেষজ্ঞ) উপস্থিত আছেন। উডবার্ন ওয়ার্ডের দোতলা থেকে একতলায় হুইল চেয়ারে মুখ্যমন্ত্রীকে এম‌আর‌আই করাতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-দিনহাটাকাণ্ডে রিপোর্ট তলব রাজ্য নির্বাচন কমিশনের

মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর শুনে যোগাযোগ করেন রাজ্যপাল আনন্দ বোস। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে চিকিৎসককে দেখিয়ে নেওয়ার পরামর্শ দেন। প্রসঙ্গত বাগডোগরা থেকে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী।

Latest article