কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন তিনি

Must read

২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে আর সেই নিয়ে গোটা দেশের রাজনীতি তোলপাড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গোটা দেশে সেদিন অকাল দীপাবলি পালনের ডাক দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সেদিন কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলের ডাক দিলেন।

আরও পড়ুন-‘আপনারা সমালোচনা করবেন, আমি খুশি হব’ বার্তা মুখ্যমন্ত্রীর

আজ, মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। তারপর কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। সব ধর্মের ও সব সম্প্রদায়ের মানুষকে পাশে নিয়ে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিল হবে। শুধু কলকাতাতেই নয়, সেদিন গোটা রাজ্যজুড়ে সংহতির বার্তা নিয়ে এই সম্প্রীতি মিছিল আয়জন করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এদিন বলেন ২২ জানুয়ারি কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলায় প্রতিটি ব্লকে সবাইকে নিয়ে সম্প্রীতি মিছিল হতে চলেছে  ।

আরও পড়ুন-‘দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হৃদয়ের মণিমুক্ত’ সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন জানালেন, ‘আমাকে বিভিন্ন মন্দির নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমার এই নিয়ে কোনও কিছু বলার নেই। আমি বার বার বলি ধর্ম যার যার উৎসব সবার। ২২ জানুয়ারি আমি নিজে একটি মিছিল করল। প্রথমে আমি নিজে কালী মন্দিরে যাব। ওখানে সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা সভা করব।’

Latest article