অন্নপূর্ণা পুজো উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

আজ এই বিশেষ দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Must read

আজ ৯ এপ্রিল ২০২২, অর্থাৎ শনিবার অন্নপূর্ণা পুজো। প্রচলিত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে জীবনে অন্নবস্ত্রের অভাব হয় না। কিছু জায়গায় এমন বিশ্বাসও আছে, বেশ কিছু অন্যধরণের নিয়ম মেনে এই পুজো করলে দেবী বেশি সন্তুষ্ট হন। এই পুজোর ফলে দারিদ্র্য, অর্থকষ্ট কেটে যেতে পারে।

আরও পড়ুন-অন্নপূর্ণা পুজো উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

২০২২ সালের অন্নপূর্ণা পুজোর তিথি ও শুভক্ষণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ – ৮ এপ্রিল, শুক্রবার। বাংলার ২৪ চৈত্র। সময় – রাত ১১টা ০৭ মিনিট। অষ্টমী তিথি শেষ – ৯ এপ্রিল, শনিবার। বাংলার ২৫ চৈত্র। সময় – রাত ১টা ২৪ মিনিট। নবমী তিথি আরম্ভ – ৯ এপ্রিল, শনিবার। বাংলার ২৫ চৈত্র। সময় – রাত ১টা ২৫ মিনিট। নবমী তিথি শেষ – ১০ এপ্রিল, রবিবার। বাংলার ২৬ চৈত্র। সময় – রাত ৩টে ১৬ মিনিট।

আজ এই বিশেষ দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Latest article