জ্বর নিয়েই হাওড়ার সভায় ‘যোগ্যশ্রী’ প্রকল্পের মাস্ট্রারস্টোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্না মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী আর রাতে সেখানে তাঁবুতে ছিলেন। রাতে ঠান্ডায় জ্বর এসেছে।

Must read

আবহাওয়ার বদল এর ফলেই চারদিকে অসুস্থতার মাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। বুধবার হাওড়ার প্রশাসনিক সভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে ১০১ টেম্পারেচর। টানা ৪৮ ঘণ্টা ধর্না দিয়ে কাশিটাও বেড়েছে’।

আরও পড়ুন-‘গরিব মানুষের বঞ্চনার প্রতিবাদই আমার লড়াই’ সরব মুখ্যমন্ত্রী

শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্না মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী আর রাতে সেখানে তাঁবুতে ছিলেন। রাতে ঠান্ডায় জ্বর এসেছে। বুধবার হাওড়া জেলায় বিভিন্ন দফতরের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানান এবার থেকে ‘যোগ্যশ্রী পরিকল্পনা’-র সুবিধা পাবে জেনারেল কাস্টের ছেলেমেয়েরা।

আরও পড়ুন-রাজধানীতে বন্ধুর লাল.সার শিকার বাংলার তরুণী

রাজ্যে ৫১টি এই ধরনের সেন্টার রয়েছ। জেনারেলদের কথা ভেবে জেলায় জেলায় আরও ৫০টি সেন্টার তৈরি করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের অনেক পড়ুয়া IAS, IPS, ডাক্তার, WBCS, WBPS ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে চান। তাঁদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে যাতে কোনওভাবেই আর্থিক প্রতিবন্ধকতা কাজ না করে সেই জন্য বিনা মূল্যে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফে।’

এই মুহূর্তে সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলিতে যাতে পড়ুয়ারা বসতে পারেন সেই জন্য প্রস্তুতি হিসেবে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে। সেগুলির ফি এতটাই বেশি যে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়া কিন্তু মেধাবী তারা সেখানে যেতে পারে না। আর তাঁদের কথা চিন্তা করেই প্রাথমিকভাবে SC-ST-দের জন্য এই সুবিধার ব্যবস্থা করা হয়। এবার জেনারেলরাও সেই সুবিধা পাবে বলেই জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই ট্রেনিং সেন্টারগুলিতে প্রশিক্ষণের জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। পাশ করলে অ্যাডমিশন পাওয়া যাবে।

Latest article