সংসদে আরও সক্রিয় হতে হবে সাংসদদের বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

সংসদে আরও সক্রিয় হতে হবে সাংসদদের বার্তা দিলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত সূচিমতোই বেলা ঠিক একটার সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: খেলা শুরু হয়েছে, গণতন্ত্র রক্ষা করতে ত্রিপুরার মানুষের স্বার্থে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, বললেন ব্রাত্য

বুধবার, বেলা একটায় দিল্লির ৭ নম্বর, মহাদেব রোডে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়ের বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠকে বসেন মমতা। আগামী দিনে সংসদে দলের রণনীতি কী হবে তা দলীয় সাংসদদের জানিয়ে দেন। বৈঠকে তৃণমূলে লোকসভার ২২ জন সাংসদ এবং রাজ্যসভার ১০ জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়। দলনেত্রীকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান দলীয় সাংসদরা।

আরও পড়ুন: বাধার মুখে ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগাট, উঠতে পারলেন না বিমানে

বৈঠকে তৃণমূল সুপ্রিমো সাংসদদের বলেন, সংসদে আরও সক্রিয় হতে হবে সাংসদদের। উপস্থিতি হতে হবে একশো শতাংশ। প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার এবং বিল নিয়ে আলোচনায় অংশ নিতে হবে। তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মনোনীত হওয়ার পর এই প্রথম সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এবারের সফর ঘিরে উজ্জীবিত দলের সাংসদরা।

Latest article