দক্ষিণবঙ্গ জুড়ে জারি কমলা-হলুদ সতর্কতা, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Must read

সকাল থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে চলছে বৃষ্টি। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সূচক কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে সক্রিয় বর্ষা। জুলাইয়ের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-সংসদে আরও সক্রিয় হতে হবে সাংসদদের বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

খারাপ আবহাওয়ার জন্য সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের বুধ ও বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে সেটি। তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে কলকাতা এবং দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়।

নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়ানোর ফলে আগামী দু’দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির মতো উপকূলীয় এলাকায় ৭-২০ সেমি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়ায় তার থেকেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-খেলা শুরু হয়েছে, গণতন্ত্র রক্ষা করতে ত্রিপুরার মানুষের স্বার্থে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, বললেন ব্রাত্য

হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ দিকে হলুদ সতর্কতা জারি থাকছে কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

 

Latest article