সংবাদদাতা, হাওড়া : সহায়-সম্বলহীন বয়স্ক-বয়স্কাদের জন্য এবার যুব তৃণমূলের উদ্যোগে বালিতে চালু হল ‘মমতা ভাণ্ডার’ (Mamata Bhandar)। রবিবার এই কর্মসূচির সূচনা করলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা(সদর) তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ, এলাকার বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র সহ আরও অনেকে। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। এই কর্মসূচির আওতায় যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রের তত্ত্বাবধানে সহায়-সম্বলহীন বয়স্ক-বয়স্কা, যাঁদের দেখভাল করার কেউ নেই, তাঁদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া শুরু হল। তার সঙ্গে প্রত্যেককে চাল, ডাল, আলু, আটা, চিনি প্রভৃতি মিলিয়ে ৫ কেজি করে খাদ্যসামগ্রীও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন সুন্দরবন
বালি এলাকার ২৬, ২৭ নম্বর ওয়ার্ডের এরকম ৬০ ঊর্ধ্ব প্রায় ৫০ জনকে চিহ্নিত করে তাঁদের এই ‘মমতা ভাণ্ডার’ (Mamata Bhandar) কর্মসূচির আওতায় আনা হয়েছে। এদিন তাঁদের মধ্যে ৪১ জনের হাতে ৫০০ টাকা ও ৫ কেজি করে ওই সমস্ত খাদ্যসামগ্রী তুলে দেন সমবায়মন্ত্রী অরূপ রায়। আপাতত বালি এলাকার দুটি ওয়ার্ড নিয়ে এই কর্মসূচি শুরু হলেও আগামিদিনে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রের তত্ত্বাবধানে পুরো বালি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচি চালু হবে। এই জন্য যুব তৃণমূলের কর্মীরা এই ধরনের বয়স্ক-বয়স্কাদের নামের তালিকা তৈরি করছেন। এই কর্মসূচি যথাযথভাবে রূপায়িত করতে যুব তৃণমূল সদস্যরা নিজেরাই চাঁদা তুলে ফান্ড তৈরি করেছেন।