অডিও ক্লিপ কাণ্ডে তদন্ত শুরু পুলিশের

Must read

সংবাদদাতা, কাঁথি : কাঁথি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ারের অডিও ক্লিপ কাণ্ডে গোপনে তদন্ত শুরু করল পুলিশ। ইতিমধ্যেই ক্লিপটি সংগ্রহ করেছে। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘জাগোবাংলা’। তবে কাঁথি শহর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে, উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে। অডিও কথোপকথনে ‘সুবায়ন’ বা ‘সুবান’ নামে একজনের উল্লেখ রয়েছে। তৃণমূলের দাবি, ক্লিপে কথাবার্তা বলা দুই মহিলা এবং সুবানকে জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে। তবে সেল্ফ হেল্প গ্রুপের এক সামান্য মহিলা কর্মীকে সহকারী ইঞ্জিনিয়ার কেন এত গোপন ও গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, সে নিয়েও প্রশ্ন উঠেছে। অধিকারী–‌ঘনিষ্ঠ সেই সহকারী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার নতুন পুরপ্রধান ও উপপ্রধানের দ্বারস্থ হচ্ছে কাঁথি পুর কর্মচারীদের একাংশ। ওঁর বিরুদ্ধে পুরসভার বেশকিছু দুর্নীতির অভিযোগ নিয়ে এফআইআর হয়েছে কাঁথি থানায়। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দাবি, এই ইঞ্জিনিয়ারকে কে চালাচ্ছে, কত টাকা ডিল হয়েছে ইত্যাদি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হোক। যুব তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘‌অডিও ক্লিপ ভাইরাল কাণ্ড নিয়ে আদালতে মামলার পথে যাচ্ছি।’‌’ আর যাঁকে শেষ করার কথা শোনা গিয়েছে, সেই পুরকর্মী সংগঠনের নেতা খোকন চক্রবর্তী বলেন, ‘‌‘রবিবার সন্ধ্যায় কাঁথি থানায় অভিযোগ দায়ের করছি।’‌’

Latest article