মোদি পদবি মামলায় শুক্রবার স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Narendra Modi)। সুরাটের নিম্ন আদালতের দু’বছর কারাদণ্ডের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত (Supreme Court)। সুপ্রিম স্থগিতাদেশের পর এই রায়কে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, “বিচারব্যবস্থার জয় হল।”
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “রাহুলের সাংসদ পদ নিয়ে খবরে আমি খুশি। মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয়ী হতে ইন্ডিয়া জোটের সঙ্কল্প আরও মজবুত হল।” প্রসঙ্গত, দেশের বিচার ব্যবস্থার একাংশের ওপর রাজনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আছে তৃণমূল। আর সেই পথে রাহুলের সাজা ঘোষণার ঘটনা লঘু পাপে গুরু দণ্ড বলেই অভিযোগ করছিল বিরোধীরা। সুরাট আদালত রাহুলকে সাজা দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘গণতান্ত্রিক ভারত বর্ষ এখন সোনার পাথর বাটি।’ এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাহুলের স্বস্তিতে কংগ্রেসের পাশাপাশি খুশি বিরোধী শিবিরও।
আরও পড়ুন: বেহালাকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব
শুধু তা নয়, নিম্ন আদালতের ওই রায় ঘোষণার পরই তড়িঘড়ি যেভাবে রাহুল সাংসদ পদ খারিজ করা হয়েছিল, এবং বাড়ি ছাড়া করা হয়েছিল তাঁকে, তা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছিল। তাই সুপ্রিম কোর্ট এদিন নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিতেই স্বাগত জানান বাংলার মুখ্যমন্ত্রী সহ বাকি বিরোধীরা।