ম্যাঞ্চেস্টার, ১৫ অগাস্ট : ইপিএলের প্রথম ম্যাচেই প্রায় আটকে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কপাল ভাল সেটা হয়নি প্রাক্তন ফ্রান্স তারকা রাফায়েল ভারানের জন্য। ছোট বক্সের মধ্যে তাঁর হেড উলভসের গোলকিপার আটকানোর কোনও সুযোগ পাননি।
এটা ম্যাচের ৭৬ মিনিটের ঘটনা। ব্রুনো ফার্নান্দেজের থেকে বল পেয়ে ছয় গজের মধ্যে উঁচু ক্রস ফেলেছিলেন বিসাকা। যার থেকে হেডে গোল করে দলকে ১-০-তে এগিয়ে দেন ভারান।
আরও পড়ুন-সুইডেনকে হারিয়ে স্পেন বিশ্বকাপের ফাইনালে
ঘরের মাঠে এই ম্যাচে ম্যান ইউ মোটেই ভাল খেলেনি। বরং মাঝমাঠ দখল করে রেখেছিল উলভস। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাথিয়াস কুনহার শট পোস্টে লেগে প্রতিহত না হলে এক গোলে এগিয়ে যেত তারা। এই ম্যাচে ২৩বার তারা বিপক্ষের গোলে হানা দিয়েছিল। এতেই পরিষ্কার খেলায় উলভসের দখল ছিল কত বেশি। শুধু তারা গোলের মুখ খুঁজে পায়নি।
আরও পড়ুন-শুরুতেই গোল পেতে চায় মোহনবাগান, কামিন্সদের সামনে মাচিন্দ্রা
ম্যাচে ম্যান ইউয়ের হয়ে অভিষেক হয়েছে গোলকিপার ওনানার। তিনি ভালই খেলেছেন। কিন্তু চেলসি থেকে আসা নতুন মুখ ম্যাসন মাউন্ট একটুও নজর কাড়তে পারেননি। শেষদিকে ওনানা উলভসের এক পরিবর্তের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন। কপাল ভাল যে ম্যান ইউয়ের বিরুদ্ধে পেনাল্টি দেননি রেফারি। জয়ের পর ম্যান ইউ অধিনায়ক ব্রুনো বলেছেন, দলের ফাইটিং স্পিরিটে তিনি খুশি। অনেক সময় জয়ের রাস্তা খুঁজে পেতে সময় লাগে। এই ম্যাচে ঠিক সেটাই হয়েছে।