উলভসকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

Must read

ম্যাঞ্চেস্টার, ১১ ডিসেম্বর : শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে উলভসকে ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন রহিম স্টার্লিং।

এই জয়ের সুবাদে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান নিজেদের দখলেই রেখে দিল পেপ গুয়ার্দিওলার দল। তবে বল পজেশনে বিপক্ষকে টেক্কা দিলেও, গোল পেতে মাথায় ঘাম পায়ে ফেলতে হয়েছে গুয়ার্দিওলার শিষ্যদের। এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল ম্যান সিটি। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলছিল না। যদিও বিরতির ঠিক আগেই নাটক।

আরও পড়ুন : কার্তিকদের কাছে হেরে বিপাকে বাংলা

 মাত্র ৩১ সেকেন্ডের ব্যবধানে পরপর দু’টি হলুদ কার্ড দেখেন উলভসের রাউল জিমিনেজ! ফলে বিরতির পর উলভসকে ১০ জনে খেলতে হয়েছে। সেই সুযোগে ম্যাচে আরও জাঁকিয়ে বসেছিল ম্যান সিটি।

৬৬ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় সিটি। তবে এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। ম্যান সিটির পর্তুগিজ তারকা বের্নার্দো সিলভার শট বক্সের মধ্যে উলভসের ডিফেন্ডার জোয়াও মোউতিনহোর হাতে লেগেছিল। ‘ভার’-এর সাহায্য নিয়ে ম্যান সিটিকে পেনাল্টি উপহার দেন রেফারি। গোল করতে কোনও ভুল করেননি স্টার্লিং।

Latest article