নয়াদিল্লি, ২৪ অগাস্ট : তিনি যদি ড্রেসিংরুমে থাকতেন, তাহলে ভারত ম্যাঞ্চেস্টার টেস্ট অবশ্যই খেলত। এবং ওই টেস্ট জিতে সিরিজ পকেটে পুরেই ইংল্যান্ড থেকে ফিরত। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রবি শাস্ত্রী (Former Coach Ravi Shastri)।
আরও পড়ুন: দুই উপনির্বাচনেই ধরাশায়ী বিরোধীরা, কুৎসা উড়িয়ে জয়ী তৃণমূল
প্রসঙ্গত, গত বছর কোভিডের কারণে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট স্থগিত হয়ে যায়। সেই সময় ভারতীয় দল ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে ছিল। শাস্ত্রী নিজেও তখন কোভিড আক্রান্ত হয়েছিলেন। এ-ছাড়া দলের ফিজিও যোগেশ পারমারও সংক্রমিত হন। এরপর আর কোনও ঝুঁকি নিতে চায়নি দুই দেশের বোর্ড। ভারতীয় ক্রিকেটাররাও ওই কঠিন পরিস্থিতিতে ম্যাঞ্চেস্টারে খেলতে চায়নি। এরপর ভারতীয় ক্রিকেটে অনেক রদবদল হয়েছে। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়েছেন। তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি শাস্ত্রীর বদলে জাতীয় দলের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। স্থগিত হয়ে যাওয়া সেই টেস্ট এজবাস্টনে খেলা হয়েছে এ বছর। সেখানে জিতে ইংল্যান্ড সিরিজ ২-২ ড্র করেছে।
আরও পড়ুন: ডার্বির আগে জয় অধরাই মোহনবাগানের
এই প্রসঙ্গে শাস্ত্রীর (Former Coach Ravi Shastri) সাফ কথা, ‘‘কোভিড আক্রান্ত হওয়ায় আমাকে সেই সময় নিভৃতবাসে থাকতে হয়েছিল। কিন্তু যদি ৬-৭ দিন পরেও আমি ড্রেসিংরুমে ফিরতে পারতাম, তাহলে ক্রিকেটারদের বোঝাতাম সিরিজ শেষ করেই দেশে ফেরার জন্য। আমি নিশ্চিত, ওরাও আমার কথা মেনে নিত। আমরা শুধু খেলতামই না, ম্যাঞ্চেস্টার টেস্ট জিতে সিরিজে পকেটে পুরেই দেশে ফিরতাম।’’