মুখ্যমন্ত্রী পুজোর অনুদান বাড়ানোয় খুশি পুজোকর্তারা

Must read

সংবাদদাতা কাটোয়া : বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর (Durga Puja 2022) উদ্যোক্তা ক্লাবগুলির অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। ৫০ থেকে বেড়ে ৬০ হাজার টাকা করার পাশাপাশি বিদ্যুৎ বিলেও ছাড় ১০ শতাংশ থেকে বেড়ে করা হয়েছে ৬০ শতাংশ। মুখ্যমন্ত্রী এভাবে পাশে দাঁড়ানোয় পূর্ব বর্ধমান জেলার ক্লাবকর্তারা খুশিতে ডগমগ। কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলেই কৃতজ্ঞ।’ কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়ে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ কথাটা যে অন্তর থেকে বিশ্বাস করেন তা প্রমাণ করলেন।’ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই উদ্যোক্তারা প্রতিমা, মণ্ডপ, বাজনা, আলো-সহ সব কিছুর বায়না শুরু করে দেন। কালনার মধুবন বারোয়ারি দুর্গাপুজো কমিটির প্রধান শম্ভু দাস জানান, ‘পুজোর খরচ বেড়েছে। বিদ্যুতের খরচও বেড়েছে। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোয় পুজোটা ভালভাবে করা যাবে।’ কোভিডের জন্য গত ২ বছর দুর্গোৎসব হয়েছিল নমো নমো করে। এবারে অনুদান বাড়ানোয় পুজোর (Durga Puja 2022) জৌলুস ও আনন্দ বাড়বে।’

আরও পড়ুন: অসাধারণ! চমক রাজ্যের স্মার্ট স্কুলে

Latest article