ম্যাঞ্চেস্টার: দিনকয়েক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ০-৭ গোলে হেরে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United FC)। লজ্জার সেই হার রীতিমতো যন্ত্রণাবিদ্ধ করেছিল রেড ডেভিলদের। সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল এরিক টেন হ্যাগের ছেলেরা। উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারাল ম্যান ইউ।
নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে বিপর্যয়ের পর অনেকেই মনে করেছিলেন প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনবেন টেন হ্যাগ। কিন্তু আগের ম্যাচে বিধ্বস্ত হওয়া দলটিকেই তিনি নামিয়ে দেন বেতিসের বিরুদ্ধে। ব্রুনো ফার্নান্ডেজ, কাসেমিরোদের যেন স্পষ্ট বার্তা দিয়েছিলেন ম্যান ইউ কোচ—‘প্রায়শ্চিত্ত’ তোমাদেরই করতে হবে। ব্রুনো, কাসেমিরো, মার্কাস র্যাশফোর্ডরা স্প্যানিশ ক্লাবটিকে চার গোল দিয়ে ‘প্রায়শ্চিত্ত’ করেছেন ভালমতোই।
খেলা শুরুর ৬ মিনিটের মাথায় র্যাশফোর্ড ম্যান ইউকে (Manchester United FC) এগিয়ে দেওয়ার ২৬ মিনিট পর গোল শোধ করে দিয়েছিলেন বেতিসের আয়োজ পেরেজ। তবে দ্বিতীয়ার্ধে অ্যান্টনি, ব্রুনো এবং ভাউট উইঘোর্স্টের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টেন হ্যাগের দল। এই জয় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে দিয়েছে ম্যান ইউকে। দ্বিতীয় লেগের ম্যাচ ১৬ মার্চ।
আরও পড়ুন: মোতেরায় অশ্বিন-রাজ, প্রশংসায় সৌরভ