বেনারসের আদলে কোপাইয়ের ঘাটে মঙ্গলারতি

বেনারসের গঙ্গার ঘাটের আদলে শুক্রবার সন্ধ্যা থেকেই কোপাই নদীর ঘাটে শুরু হবে মঙ্গলারতি। কথিত, উত্তরবাহিনী কোপাইয়ের সঙ্গে গঙ্গা সংযুক্ত

Must read

সংবাদদাতা, বোলপুর : বেনারসের গঙ্গার ঘাটের আদলে শুক্রবার সন্ধ্যা থেকেই কোপাই নদীর ঘাটে শুরু হবে মঙ্গলারতি। কথিত, উত্তরবাহিনী কোপাইয়ের সঙ্গে গঙ্গা সংযুক্ত। মা গঙ্গার আরতি যেমন জনপ্রিয়, তেমনি সতীপীঠ কঙ্কালীতলার ঘাটে এই মঙ্গলারতির উদ্যোগ মানুষকে উৎসাহিত করেছে।

আরও পড়ুন-প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরের পুরনো জলাধার ভাঙা শুরু

শুক্রবারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, ভারত সেবাশ্রমের শান্তি মহারাজ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। বিধানচন্দ্র বলেন, একুশজন পুরোহিত কঙ্কালীতলা মন্দিরের পিছনে বাঁধানো ঘাটে আরতি করবেন। তার আগে যজ্ঞ হবে। উপস্থিত থাকবেন বোলপুর ভারত সেবাশ্রমের শান্তি মহারাজ। তার আয়োজন প্রায় সম্পূর্ণ। কোপাই নদীতে জল আছে। সাজানো হয়েছে কোপাই ঘাট। প্রতিদিনই এই ঘাটে মঙ্গলারতি হবে। এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।

Latest article