নজরে মণিপুর, বিজেপির পথের কাঁটা দলছুট ও শরিকরাই

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : মণিপুর (Manipur Assembly Election) বিধানসভার আসন্ন নির্বাচনে জোরদার টক্করের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। বিধানসভার ৬০টি আসনের জন্য ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ দুই দফায় ভোটগ্রহণ হবে। লড়াই মূলত শাসক বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) মধ্যে। একদিকে পুনরায় ক্ষমতা দখলের কথা বলে প্রকাশ্যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং (CM Biren Singh), অন্যদিকে এবারের নির্বাচনে জয় নিয়ে আশাবাদী কংগ্রেসও। তবে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা ধরে রাখার প্রশ্নে বিজেপি দৃঢ়প্রতিজ্ঞ হলেও বাস্তব কিন্তু অন্য কথা বলছে। গেরুয়া দলকে ক্ষমতায় ফিরে আসার জন্য কঠিন লড়াই লড়তে হবে।

২০১৭ সালের নির্বাচনে বিজেপির জোটসঙ্গী ছিল জনতা দল (ইউনাইটেড) ও ন্যাশনাল পিপলস পার্টি। কিন্তু এবার পুরনো শরিকদের ছেঁটে ফেলে বিজেপি একাই নির্বাচনে লড়ছে। দলের মনোনয়নপ্রত্যাশী যাঁদের বিজেপি টিকিট দেয়নি তাঁদের অধিকাংশ ওই দুটি পার্টিতে নাম লিখিয়েছেন। ব্যর্থ প্রত্যাশীদের বাকিরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবং শিবসেনার মতো দলগুলি বেছে নিয়ে প্রার্থী হয়েছেন। তবে দলবদলকে খুব একটা উৎসাহ দেয়নি কংগ্রেস। এখনও পর্যন্ত একজন বিজেপি বিধায়কই কংগ্রেসে যোগ দিয়েছেন। এই বিধায়ককে প্রার্থী না করে বিজেপি টিকিট দিয়েছে কংগ্রেস থেকে দলত্যাগী একজনকে। কিছু কেন্দ্রে এই দলছুটরা ভোট কেটে বিজেপির বাড়া ভাতে ছাই দিতে পারে, নিজেরা না জিতেও। ভোট কাটাকুটির অঙ্কে দলীয় প্রার্থীদের পথে বসাতে দলছুট প্রার্থীরা ইতিমধ্যেই যথেষ্ট সক্রিয়। মণিপুরের (Manipur) ভোট রাজনীতিতে এবার বড় চমক বর্তমান বিধায়ক খুমুকচাম জয়কিশন সিং। রাজ্যের দশম বিধানসভায় খুমুকচাম ছিলেন বিজেপি বিধায়ক, একাদশ বিধানসভায় তিনি হন কংগ্রেস বিধায়ক, আর দ্বাদশ বিধানসভা নির্বাচনে তিনি জনতা দল (ইউনাইটেড)-এর প্রার্থী। বিজেপির অনেক দলছুটকে জনতা দলের টিকিট পাইয়ে দিয়ে খুমুকচাম এখন ইম্ফলের রাজনৈতিক আলোচনায় বিশেষ আলোচিত নাম। তাঁর নতুন পদক্ষেপের পিছনে কাজ করছে এবারের বিধানসভা নির্বাচনে কোনও পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনা। প্রাথমিকভাবে শুধুমাত্র নিজের প্রার্থীপদের কথা বললেও বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার দু’দিন পরে ২৯ জন জেডি(ইউ) প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছিলেন খুমুকচাম। কংগ্রেস এখনও পর্যন্ত দুটি তালিকায় ৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, এবং বাকি ১০টি আসন সিপিআই, সিপিএম সহ ৫টি শরিক দলের জন্য ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন: নেহরু-প্রশস্তি আপত্তি কেন্দ্রের

নাগা পিপলস ফ্রন্ট, যারা গত বিধানসভা নির্বাচনে চারটি আসনে জিতেছিল, এবার তারা ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই দল শুধুমাত্র নাগা অধ্যুষিত নির্বাচনী কেন্দ্রেই রয়েছে। সর্বভারতীয় স্তরে বিজেপির শরিক মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। কিন্তু মণিপুরে বিজেপির অনেক দলছুট নেতাকে সঙ্গে নিয়ে শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে এই দল। বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার আগে ২০ জন এবং পরে ২১ জন, মোট ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনপিপি। অর্থাৎ সবমিলিয়ে বিজেপির শরিকরাই এবার রাজ্যের ভোটে বিজেপি প্রার্থীদের বিপক্ষে লড়তে চলেছেন।

Latest article