প্রতিবেদন : সন্তোষ ট্রফি (Santosh Trophy) থেকে কার্যত বিদায় নিল বাংলা (West Bengal vs Manipur)। বুধবার ভুবনেশ্বরে মণিপুরের কাছে ১-৪ গোলে লজ্জার হার নরহরি শ্রেষ্ঠাদের। এই হারের ফলে এবারের সন্তোষে বাংলার টিকে থাকার সম্ভাবনা আর নেই বললেই চলে।
এখনও দু’টি ম্যাচ বাকি বাংলার। কিন্তু গ্রুপের শেষ দুই ম্যাচে রেলওয়েজ ও মেঘালয়কে হারালেও শেষ চারের টিকিট পাওয়া কঠিন বিশ্বজিৎ ভট্টাচার্যের (Biswajit Bhattacharya) দলের কাছে। কারণ, বাকি দুই ম্যাচ জিতলেও অন্য দলের ফলাফলও নির্ভর করবে। অঙ্কের বিচারে হয়তো ক্ষীণ আশা আছে। কিন্তু বাংলার গ্রুপে ছয় দলের পয়েন্ট বিচার করলে নরহরিদের সামনে কার্যত আর কোনও সুযোগই থাকছে না। সার্ভিসেস ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে। সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মণিপুর। আর বাংলার ঘরে ৩ ম্যাচ খেলে (একটি ড্র, দু’টিতে হার) মাত্র ১ পয়েন্ট।
ম্যাচের প্রথমার্ধেই নওবা মিতাই ও সুভাষ সিংয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মণিপুর। দ্বিতীয়ার্ধের শুরুতে সৌভিক করের গোলে ব্যবধান কমায় বাংলা। ৮১ মিনিটে বাংলার বিশ্বজিৎ হেমব্রম আত্মঘাতী গোল করে বসেন। সংযুক্ত সময়ে মণিপুরের নওচা সিং দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ফোনে বলেন, ‘‘এই হারের কোনও ব্যাখ্যা নেই। অভিজ্ঞতার অভাবেই বিপর্যয়।’’
আরও পড়ুন-রিচার ব্যাটে জয়