প্রতিবেদন : বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করলে নিভতে পারে মণিপুরের আগুন। শান্তি ফিরতে পারে এই রাজ্যে। এই আর্জি মণিপুরের রাজ্যপাল অনসূয়া উইকের। মণিপুরকে শান্ত করতে বুধবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের কাছে সরাসরি আবেদন করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম সিনিয়র লিডার। তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেন তাতে মণিপুর সমস্যা তিনিই মেটাতে পারবেন। তাঁর সংযোজন, মণিপুরের কুকি ও মেইতেই জনজাতির মাথাদের কলকাতায় ডেকে বৈঠক করলে সমাধানসূত্র বেরোতে পারে। কেন্দ্রীয় সরকার তো কিছুই করতে পারছে না। বুধবার সকালে মণিপুর পৌঁছে হেলিকপ্টারে সারাদিন ধরে যুদ্ধরত কুকি ও মেইতেই জনজাতিদের একাধিক ত্রাণ শিবিরে ঘুরে রাতে ইম্ফলে ফিরে প্রতিনিধি দলের অন্যতম সদস্য ডাঃ কাকলি ঘোষদস্তিদার যখন ফোনে কথাগুলি বলছিলেন, তখন তিনি নিজেও যথেষ্ট উত্তেজিত। যেখানে টানা ২ মাসেরও বেশি সময় ধরে মণিপুর জ্বলছে, কেন্দ্রীয় সরকার ব্যর্থ সামলাতে, এই পরিস্থিতিতে মণিপুরের রাজ্যপাল বাংলার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন।
আরও পড়ুন-জ্বলছে মণিপুর: তবু ৭৮ দিন ধরে মোদির মুখে কুলুপ, আক্রমণ তৃণমূলের
রাজ্যপাল অনসূয়া উইকেই প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মণিপুরের অসহায় মানুষদের জন্য ত্রাণ পাঠান তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে তা বণ্টন করার ব্যবস্থা করে দেব। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নির্দেশে তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দল মণিপুর পরিদর্শনে গিয়েছেন শান্তির বার্তা নিয়ে। বুধবার ১০টায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়ে তারা পৌঁছন ইম্ফল। সেখান থেকে ইম্ফল উপত্যকা এবং চূড়াচাঁদপুরে ত্রাণ শিবিরে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদরা কথা বলেন তাঁদের সঙ্গে। জানা গিয়েছ, টানা দু’মাস ধরে চলা অশান্ত মণিপুরের বাসিন্দারা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রতিনিধি দলের সামনে।
আরও পড়ুন-ব্রিজভূষণের হয়ে সওয়াল নির্ভয়াকাণ্ডের আইনজীবীর
এতদিন ধরে শিবিরে আশ্রয় নিয়ে মানুষজন শুধুমাত্র আলু, ডাল আর ভাত খেয়ে আছে। কোনও শিশুখাদ্যের ব্যবস্থাও নেই বলে জানা গিয়েছে। সেখান থেকেই তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন।
প্রতিনিধি দলের পাঁচ সদস্য ডেরেক ও’ব্রায়েন, ডাঃ কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও সুস্মিতা দেব বুধবার মণিপুরে থেকে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার আরও কয়েকটি ক্যাম্প ঘুরে ফিরবেন কলকাতায়। সংসদে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন ডেরেক ও’ব্রায়েন। এই বাদল অধিবেশনেই সরকারকে মণিপুর নিয়ে বিপাকে ফেলবে ইন্ডিয়া।