মণিপুরের পরিস্থিতি সিরিয়ার মতো, দাবি সেনাকর্তার

Must read

প্রতিবেদন : মণিপুরের (Violence- Manipur) পরিস্থিতিকে কার্যত সিরিয়া, লেবানন, নাইজেরিয়ার সঙ্গে তুলনা করলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এল নিশিকান্ত সিং। তিনি ট্যুইট করেন, আমি একজন সাধারণ ভারতীয়। মণিপুরে (Violence- Manipur) অবসর যাপন করছি। এই রাজ্যে এখন শুধুই অশান্তি ও নৈরাজ্য। যে কোনও মুহূর্তে ধনেপ্রাণে মারা পড়তে হবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, মণিপুরকে একা ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারের কেউ নেই। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলের এই করুণ আর্তির পরেই মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রাক্তন সেনাপ্রধান বেদপ্রকাশ মালিক। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন। বেদপ্রকাশ ট্যুইট করেন, মণিপুর থেকে এক প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলের এই আর্তি খুবই দুঃখজনক। মণিপুরে আইনশৃঙ্খলা ফেরাতে দ্রত সক্রিয় পদক্ষেপ জরুরি।

আরও পড়ুন- শবদেহবাহী গাড়ি না মেলায় শিশুর দেহ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন বাবা

Latest article