জিতনরামকে বিজেপির গুপ্তচর বললেন নীতীশ

Must read

প্রতিবেদন : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাঝিকে সরাসরি বিজেপির গুপ্তচর বলে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Jitan Ram Manjhi- Nitish Kumar)। তিনি বলেন, ২৩ জুন বিরোধী দলগুলির বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন জিতনরাম। ওই দাবির পর আমি তাঁর দলকে জেডিইউ-এর সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু জিতনরাম রাজি হননি। তখনই আমি বুঝে যাই যে, জিতনরাম (Jitan Ram Manjhi- Nitish Kumar) বিজেপির হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করতে চাইছেন। বিজেপির একাধিক নেতার সঙ্গে জিতনরামের নিয়মিত যোগাযোগ রয়েছে। বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আগের তুলনায় আরও বেড়েছে। তাই ২৩ জুনের ওই বৈঠকে হাজির থেকে তিনি ভিতরের খবর ও বিরোধীদের কৌশল বিজেপির কাছে ফাঁস করে দিতেন। বৈঠকের আগে হ্যাম জোট ছেড়ে আমাদের ভালই করেছে। নিতান্ত ক্ষুদ্র দল হওয়া সত্ত্বেও জিতনরামের দলকে আমরা সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিলাম। এমনকী, তাঁর ছেলেকে মন্ত্রিসভায় জেডিইউ-এর কোটা থেকে জায়গাও দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও নিজের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারেননি জিতনরাম। মন্ত্রিসভায় থেকে বিজেপির হয়ে গুপ্তচরবৃত্তি করে যাচ্ছিলেন। মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর পৌঁছে দিচ্ছিলেন বিজেপি নেতাদের কাছে। তাই ২৩ জুনের বৈঠকের আগে জিতনরাম জোট ছেড়ে চলে যাওয়ায় ভালই হয়েছে। উল্লেখ্য, মাত্র চারদিন আগে জিতনের ছেলে সন্তোষ কুমার সুমন বিহার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন- মণিপুরের পরিস্থিতি সিরিয়ার মতো, দাবি সেনাকর্তার

Latest article