শাসক জোট ছাড়ার হুমকি এনপিপি-র

Must read

প্রতিবেদন : অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে মণিপুরে (Manipur- NPP) শাসক জোট ছাড়ার হুমকি দিল শরিক দল এনপিপি। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং প্রাক্তন ডিজিপি ইউ জয়কুমার সিং শনিবার বলেছেন, অবিলম্বে যদি মণিপুরের পরিস্থিতির উন্নতি না হয় তবে বিজেপির সঙ্গে জোটে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করবে তাঁর দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

মণিপুর বিধানসভায় এখন এনপিপির (Manipur- NPP) সাতজন বিধায়ক আছেন। এনডিএর অন্যতম শরিক দল এনপিপির জাতীয় সহ-সভাপতি সিং বলেছেন, রাজ্যের চলতি পরিস্থিতির অবিলম্বে পরিবর্তন না হলে এনপিপি বিজেপির সঙ্গে তার সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এই অশান্ত পরিস্থিতিতে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। সংবিধানে ৩৫৫ ধারা আছে। সেই ধারা অনুযায়ী, জনগণকে রক্ষা করা রাজ্য এবং কেন্দ্রের বাধ্যতামূলক দায়িত্ব। কিন্তু দুই সরকারই নিজেদের সেই দায়িত্ব ঠিকমতো পালন করছে না। যে কারণে রাজ্যের পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনাও দেখছি না। বরং পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। এমনকী, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চেষ্টাও কোনও কাজে আসেনি। কেন্দ্রের শান্তি কমিটি সম্পর্কে সিং বলেন, শান্তি কমিটি একটি মৃত শিশুর মতো। ইতিমধ্যেই মনোনীত সদস্যরা বলেছেন, তাঁরা এই কমিটির অংশ হতে চান না। এই কমিটির পক্ষে ফলপ্রসূ কিছু করা সম্ভব নয়।

আরও পড়ুন- মণিপুরের পরিস্থিতি সিরিয়ার মতো, দাবি সেনাকর্তার

এদিকে মণিপুরের তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং শনিবার বলেছেন, মণিপুরকে কি আদৌ ভারতের অংশ হিসাবে বিবেচনা করে কেন্দ্র? তাহলে প্রধানমন্ত্রী মোদির উচিত ছিল ৩ মে থেকে রাজ্যে যে সংঘাত চলছে তাতে অন্তত উদ্বেগপ্রকাশ করা। মণিপুরের এক ১০ দলীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লিতে অপেক্ষা করছেন ইবোবি সিং। প্রতিনিধি দলটি ১২ জুন মোদির সঙ্গে বৈঠক চেয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এই দলে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, জেডি(ইউ), সিপিআই, সিপিএম, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, শিবসেনা (ইউবিটি), আম আদমি পার্টি এবং এনসিপি’র মণিপুর প্রধানরা রয়েছেন।

Latest article