রেকর্ড গড়ে টেস্ট জয় বাংলাদেশের

Must read

মিরপুর, ১৭ জুন : আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়ে মিরপুর টেস্ট (mirpur test) জিতল বাংলাদেশ (Afghanistan- Bangladesh)! যা টেস্টে বাংলাদেশের (Afghanistan- Bangladesh) সবথেকে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের বিচারে তৃতীয় বড় জয়ের নজির। পরিসংখ্যান বলছে, গত ৮৯ বছরে এত বড় ব্যবধানে আরও কোনও দল টেস্ট জিততে পারেনি।
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ইংল্যান্ডের দখলে। ১৯২৮ সালে ইংরেজরা ৬৭৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারিয়েছিল।
জেতার জন্য ৬৬২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নামা আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস মাত্র ১১৫ রানেই গুটিয়ে দেন বাংলাদেশি বোলাররা। আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান (৩০) করেন রহমত শাহ (৩০)। এছাড়া আর মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। করিম জানাত (১৮) এবং হাসমাতুল্লাহ শাহিদি (১৩)। বাংলাদেশের তালকিন আহমেদ চার উইকেট দখল করেন। তিন উইকেট পান সরিফুল ইসলাম। মাত্র সোয়া তিন দিনেই টেস্ট জিতে নেন লিটন দাসরা।

আরও পড়ুন- শাসক জোট ছাড়ার হুমকি এনপিপি-র

Latest article