আরও অনেক গ্র্যান্ড স্ল্যাম জিতবে, জকোভিচের প্রশংসায় ফেডেরার

Must read

লন্ডন, ১৭ জুন : নটিংহ্যাম ওপেন দেখতে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রজার ফেডেরার (Roger federer- Novak djokovic)। আর সেখানেই নোভক জকোভিচের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে মুখ খুলেছেন সুইস কিংবদন্তি।
সার্ব টেনিস তারকার উচ্ছ্বসিত প্রশংসা করে ফেডেরার বলেন, ‘‘নোভাক যা অর্জন করেছে, সেটা অবিশ্বাস্য! বিশ্ব টেনিস বহু গ্রেটের জন্ম দিয়েছে। আমরা সেরেনাকে (উইলিয়ামস) দেখেছি, রাফাকে (নাদাল) দেখেছি, আমি নিজেও রয়েছি। এবার নোভাক। একজন টেনিসপ্রেমী ও প্রাক্তন খেলোয়াড় হিসেবে এতজন গ্রেটকে দেখার সুযোগ পেয়েছি, এটা ভেবেই আমি গর্বিত।’’
ফেডেরারের (Roger federer- Novak djokovicRoger federer- Novak djokovic) স্মৃতিচারণ, ‘‘যখন পেশাদার টেনিস সার্কিটে পা রাখি, তখন প্যাট সাম্প্রাস ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিল। সেই সময় মনে হয়েছিল, এটাই হয়তো চিরস্থায়ী রেকর্ড থেকে যাবে। কিন্তু আমি ১৫টা জিতলাম। সেটা বেডে় হল ১৭। অবশেষে ২০-তে থামলাম। তবে রাফা ২২টা জিতে আমাকেও টপকে গেল!’’ তিনি আরও যোগ করেন, ‘‘এখন নোভাকের দখলে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। এবং আমি নিশ্চিত, এই সংখ্যাটা আরও বাড়বে। এটা টেনিসের জন্য দারুণ বিজ্ঞাপন। ওর প্রতি আমার শুভেচ্ছা রইল।’’ ফেডেরার আরও বলছেন, ‘‘নোভাকের ফিটনেস দুর্দান্ত। আমার ধারণা, ও আরও অনেকদিন খেলবে। তবে আমরা ভুলে যাই ও আর তরুণ নয়। দেখতে তরুণদের মতো হলেও, নোভাক কিন্তু মধ্যতিরিশে পা রেখেছে। এই বয়সেও ও গ্র্যান্ড স্ল্যাম জিতছে, এটা অসাধারণ কৃতিত্ব।’’

আরও পড়ুন- রেকর্ড গড়ে টেস্ট জয় বাংলাদেশের

Latest article