অভিষেকের কানে অভিযোগ যেতেই প্রধানের পদ থেকে ইস্তাফা দিলেন মানসী দাস

Must read

আগেই জানিয়েছিলেন মানুষের পঞ্চায়েত চান তিনি। যাঁর বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ থাকবে, তাঁকে পদে রাখা হবে না। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) এই সতর্কবার্তার পর বেশ কয়েকজন পদ থেকে ইস্তাফা দেন। ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে শুক্রবার কোলাঘাট যাওয়ার পথে, অভিষেককে পদুমপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয় মহিলারা। তখনই সিদ্ধান্ত হয় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। রাতেই ইস্তাফা দিলেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মানসী দাস।

আরও পড়ুন- বালেশ্বরের ট্রেন দু.র্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, খোলা হল কন্ট্রোল রুম

নবজোয়ার কর্মসূচিতে এদিন কোলাঘাট যাওয়ার পথে মিরিকপুর, পদুমপুরে স্থানীয় বাসিন্দারা বিশেষ করে মহিলারা রাস্তায় নেমে স্থানীয় পঞ্চায়েত প্রধান মানসী দাসের বিরুদ্ধে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, এলাকায় ঠিকমতো কাজ করেন না মানসী। কাজ না করে টাকা নেওয়ার অভিযোগও তোলেন স্থানীয় বাসিন্দারা। তখনই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন অভিষেক। রাতেই বিডিও-র কাছে ইস্তফা পত্র জমা দেন পদমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নীতি নিয়েছেন। তার জেরেই দোষ করলে ভয়েই অভিযুক্তরা পালিয়ে যাচ্ছেন বলে মত শাসকদলের।

 

 

Latest article