বালেশ্বরের ট্রেন দু.র্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, খোলা হল কন্ট্রোল রুম

Must read

ফের বড়সড় রেল দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় আপ করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, মোট ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। গোটা ট্রেনটি হেলে পড়েছে রেলট্র্যাকের উপর। কয়েকটি কামরা উঠে গিয়েছে মালগাড়ির উপর। মৃতের সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে বলে খবর। আরও মৃত্যুর আরও বাড়তে পারে বলে খবর। ১৩২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব।

রাজ্য সরকার এই ভয়াবহ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওড়িশা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন মৃত ও আহতের সঠিক সংখ্যা এখনো পর্যন্ত জানা গেলেও দুর্ঘটনার ভয়াবহতা থেকে অনুমান করা হচ্ছে বহু মানুষ হতাহত হয়েছেন। এ রাজ্যের বহু যাত্রী ওই ট্রেনে ছিলেন। যাত্রী ও তাঁদের পরিজনদের জন্য অবিলম্বে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যার নম্বর 03322143526 এবং 03322535185। ওড়িশা সরকারকে সব রকম সহায়তার জন্য রাজ্য প্রস্তুত বলে জানানো হয়েছে। বেশ কিছু অ্যাম্বুল্যান্স বালাসোরে পাঠানো হয়েছে। ওড়িশা লাগোয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল গুলিকে আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দোলা সেনের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল বালাসোর রওনা হয়েছেন।

আরও পড়ুন- বালেশ্বরে দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, আমি শোকাহত ও স্তম্ভিত। বাংলা থেকে ৫-৬ জন সদস্যের এক প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি নিজে ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অন্যান্য পদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে পরিস্থিতির উপর অবিরাম নজর রাখছেন।

Latest article