নন্দীগ্রাম বিজেপিতে বিরাট ভাঙন

তাঁদের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আগামী দিনে তাঁদের দাবি পূর্ণতা পাবে এবং অধিকার রক্ষিত হবে।

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের কয়েক ঘণ্টা আগে নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন। টেঙুয়া মোড়ের সভায় ভেকুটিয়া ১ নং পঞ্চায়েতের বিজেপি নেতা নিমাই আচার্য ও লোকনাথ বারিকের নেতৃত্বে ৪৬টি পরিবারের প্রায় ২০০-র বেশি কর্মী ও সমর্থক বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

আরও পড়ুন-বিশ্বভারতীর কদর্য আক্রমণ অমর্ত্যকে

দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, ঋজু দত্ত ও অয়ন চক্রবর্তীদের হাত ধরে। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ নং ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ-সহ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা। সভা থেকে তীব্র আক্রমণ করে লোডশেডিং বিধায়ককে ধিক্কার জানানো হয়। তৃণমূলে সদ্য যোগদানকারী লোকনাথ বারিক জানান, বিধায়ক তহবিল থেকে অঞ্চলের কোনও উন্নয়ন করেনি বিরোধী দলনেতা। বিষয়টি নিয়ে গ্রামের মানুষ অভিযোগ জানাতে গেলে দুর্ব্যবহার করা হয়। সেই ক্ষোভেই গ্রামের অধিকাংশ বিজেপি কর্মী-সমর্থক বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। তাঁদের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আগামী দিনে তাঁদের দাবি পূর্ণতা পাবে এবং অধিকার রক্ষিত হবে।

Latest article