প্রয়াত চারবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি জাগালো

Must read

চারবারের বিশ্বকাপজয়ী ফুটবলার মারিয়ো জাগালোর (Mario Zagallo) জীবনাবসান। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রাজিলের কিংবদন্তি। তিনি ফুটবলার এবং কোচ হিসাবে চার বার বিশ্বকাপ জিতেছিলেন। ইনস্টাগ্রাম পোস্টে জাগালোর মৃত্যুর খবর জানানো হয়। পোস্টে লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিশ্বকাপজয়ী মারিয়ো জাগালো প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।”

ব্রাজিল প্রথম বার বিশ্বকাপ জিতেছিল ১৯৫৮ সালে। মাত্র ৩৮ বছর বয়সে কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। দ্বিতীয় কনিষ্ঠতম কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন মারিয়ো (Mario Zagallo)। ফুটবলার এবং কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ জয়ের রেকর্ড তাঁর। এতদিন জাগালোই ছিলেন প্রথমবারের বিশ্বজয়ী ব্রাজিলীয় দলের একমাত্র জীবিত সদস্য। এদিন জাগালোর জীবনদীপ নিভে যাওয়ায় প্রথমবারের বিশ্বজয়ী ব্রাজিল দলের আর কোনও সদস্যই জীবিত নেই।

আরও পড়ুন- বিজেপির মোচ্ছব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর খাওয়া খরচ ৬.৫ কোটি

১৯৫৮ এবং ১৯৬২ সালে ফুটবলার হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন মারিয়ো জাগালো। ১৯৬৫ সালে ফুটবল ছাড়েন তিনি। একই বছরে রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগোয় কোচিং জীবন শুরু করেন। ১৯৭০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন। এরপর ১৯৯৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। সেই দলের সহকারী কোচ ছিলেন জাগালো।

Latest article