আগামী ২ দিন তীব্র ঠান্ডা থাকবে উত্তর ভারতে! কুয়াশার জেরে ব্যাহত ট্রেন-গাড়ি চলাচল

Must read

হাড়কাঁপানো ঠান্ডা উত্তর ভারতের (Weather Update) রাজ্যগুলিতে। একইসঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। হরিয়ানা, রাজস্থান এবং পাঞ্জাবের বেশ কিছু জায়গায় রয়েছে তীব্র ঠান্ডা। গঙ্গার পাড় সংলগ্ন এলাকা এবং মধ্য-পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে রেল ও সড়ক চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় উত্তরভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। এছাড়াও দিল্লি ও উত্তর প্রদেশের কিছু অংশে রয়েছে তীব্র ঠান্ডা।

আরও পড়ুন- বিজেপির মোচ্ছব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর খাওয়া খরচ ৬.৫ কোটি

সফদরজং অবজারভেটরি জানিয়েছে, হরিয়ানার আম্বলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭.৫ ডিগ্রি কম। পাঞ্জাবের পাতিয়ালায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, যা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস কম। রাজস্থানের সিকারে তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এই মরসুমে স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি কম। একই সময়ে, মধ্যপ্রদেশের গুনায় সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি কম।

মৌসম ভবন জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশে আগামী দুই দিন আরও তীব্র ঠান্ডা পড়বে। তারপর থেকে বাড়তে পারে তাপমাত্রা (Weather Update)। কমতে পারে শীত। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী দুই দিন উত্তর-পশ্চিম ভারতে ঘন কুয়াশা থাকবে এবং তার পরে ধীরে ধীরে তা কমবে।’

Latest article