বিজেপির মোচ্ছব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর খাওয়া খরচ ৬.৫ কোটি

Must read

প্রতিবেদন : যে বিজেপি তৃণমূল কংগ্রেসের বেলাগাম সমালোচনা করছে, তাদের মুখ্যমন্ত্রীদের মোচ্ছব রীতিমতো প্রশ্ন তুলে দিল দেশের মানুষের মনে৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) ও তাঁর দুই ডেপুটির বাড়িতে খাওয়া-খরচের অঙ্ক দেখলে চোখ কপালে উঠতে বাধ্য৷ সরকারের হিসেব বলছে, জনগণের টাকা থেকে প্রতিবছর সাড়ে ৬ কোটি টাকা যাচ্ছে তাঁদের বিলাসব্যসনের জন্য৷ বাড়ির রান্না এবং জলের বরাত দেওয়া হয়েছে ক্যাটারার সংস্থাকে৷ তাদের বিল মেটাচ্ছে সরকার৷ সব মিলিয়ে প্রায় গোটা পঞ্চাশেক মেনু থাকছে তাঁদের সকাল থেকে রাতের খাবারে৷ এবং এর জন্য গুনে গুনে টাকা দিতে হচ্ছে৷ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে এই খরচের অঙ্ক সবচেয়ে বেশি৷ কিন্তু মহারাষ্ট্র সরকার সব হিসেবনিকেশ ছাড়িয়ে গিয়েছে৷ মজার কথা হল, ক্যাটারার সংস্থা সাবসিডাইজ রেটেই খাবার দেয়৷ তারপরেও এই বিরাট অঙ্ক৷ বিজেপি নেতারা কিছু বলবেন?

আরও পড়ুন- রামমন্দিরের প্রতিশ্রুতি পূরণ কিন্তু বেকারের চাকরির প্রতিশ্রুতি?

Latest article