প্রতিবেদন : বিজেপি রাজ্য মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন মেরি কম (Manipur Violence- Mary Kom)। তাঁর নিজের রাজ্যে জাতিগত সংঘর্ষ ও হিংসা অব্যাহত। হিংসা থামাতে উদ্যোগ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠালেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। গত মে মাস থেকেই মণিপুরে যুযুধান দুই গোষ্ঠী কুকি এবং মেইতেইদের মধ্যে সংঘর্ষ চলছে। হিংসার আগুন থেকে রেহাই পায়নি মেরি কমের নিজের গ্রামও। মণিপুরের স্বীকৃত ৩৫টি উপজাতির অন্যতম কম গোষ্ঠী। তারকা বক্সার মেরি সেই উপজাতিভুক্ত। তাঁর গ্রাম কাঙাতেই কুকি এবং মেইতেইদের হিংসায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের গ্রাম বাঁচাতে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন তিনি।
মেরির আবেদন, অবিলম্বে মণিপুরের হিংসা (Manipur Violence- Mary Kom) বন্ধ করতে যথাযথ পদক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার। মেরি কম তাঁর চিঠিতে লেখেন, কুকি এবং মেইতেইদের সংঘর্ষের কারণে গত কয়েক মাস ধরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কম উপজাতির মানুষেরা। অথচ কম উপজাতির মানুষেরা কোনও ভাবেই এই হিংসার সঙ্গে যুক্ত নন। কমদের কারও কাছে আগ্নেয়াস্ত্র নেই। কমদের কোনও গ্রামে বাঙ্কারও তৈরি করা হয়নি। অথচ দফায় দফায় ধারাবাহিক হিংসায় তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। দুই গোষ্ঠীর লড়াইয়ের মাঝে পড়েছেন তাঁরা। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কমদের গ্রামগুলিতে পর্যাপ্ত নিরাপত্তীরক্ষী মোতায়েন করা হোক।
প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের দাবি, কম উপজাতির মানুষেরা মণিপুরের হিংসায় কোনও পক্ষকেই কখনও সমর্থন করেননি। প্রথম থেকে তাঁরা নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। কিন্তু কমদের অধিকাংশ গ্রাম কুকি এবং মেইতেইদের গ্রামদের মধ্যবর্তী এলাকায় হওয়ায় হিংসার প্রত্যক্ষ প্রভাব পড়ছে তাঁদের মধ্যে। জীবন ক্রমশ কঠিন হয়ে পড়ছে তাঁদের। অত্যাচারও চালানো হচ্ছে উভয় তরফ থেকে। সব মিলিয়ে কুকি এবং মেইতেইদের মাঝে পড়ে বিপর্যস্ত তাঁরা।