তিনে শেষ, খুশি দিমিত্রিরা

কিন্তু কাজ এখনও বাকি রয়েছে জুয়ান ফেরান্দোদের। ঘরের মাঠে প্লে-অফে ভাল পারফরম্যান্স করা এখন লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের

Must read

প্রতিবেদন : আইএসএলে টানা ছ’নম্বর ডার্বি জয়। কিন্তু কাজ এখনও বাকি রয়েছে জুয়ান ফেরান্দোদের। ঘরের মাঠে প্লে-অফে ভাল পারফরম্যান্স করা এখন লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের। ডার্বি জয়ের পরে ফেরান্দো বলেন, ‘‘দুটো বিষয় আমাদের মাথায় ছিল, সেটা হল ডার্বি জিতে তিন নম্বরে শেষ করা। ঘরের মাঠে প্লে-অফ খেলতে চেয়েছিলাম। এটা ছিল আমাদের বড় মোটিভেশন।’’ ম্যাচ প্রসঙ্গে সবুজ-মেরুন কোচ বলেন, ‘‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। ইস্টবেঙ্গল প্রথমার্ধে ভাল খেলেছিল। ওদের রক্ষণ অনেক জমাট ছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি আক্রমণ করেছি। আক্রমণাত্মক ফুটবল খেলেছি। তাই জয় পেয়েছি।’’ এবার প্লে-অফে চোখ ফেরান্দোর।বাগান কোচ বলেন,‍‘‘এবার আসল লড়াই শুরু হবে। ঘরের মাঠে ম্যাচ খেলতে চেয়েছিলাম। সেটা হচ্ছে।’’

আরও পড়ুন-দিনের কবিতা

ডার্বি জয়ের রেকর্ড নিয়ে জিজ্ঞাসা করা হল সবুজ-মেরুন কোচ বলেন, ‘‘রেকর্ড নিয়ে ভাবি না। আমরা পদ্ধতিতে বিশ্বাস করি। সঠিকভাবে কাজ করেই জয় পেয়েছি।’’
ডার্বি জিতলেও উৎসব করছেন না প্রীতম কোটাল। তিনি বলেন, ‘‘এখন উৎসব করার জায়গা নেই। আমাদের প্লে-অফ খেলতে হবে। সময় কম। আমরা সংগঠিত দল তা প্রমাণ করেছি। গত তিন মরশুম ধরে আমরা ডার্বি জিতছি।’’ ডার্বিতে এই প্রথম গোল করলেন দিমিত্রি ও স্লাভকো। স্লাভকো বলেন, ‘‘প্রথমবার ডার্বি খেলতে নেমেই গোল করলাম। ডার্বি কথা শুনেছিলাম। উত্তেজনা দেখলাম। আমার পরেও দিমিত্রি প্রেত্রাতোস গোল করেছে। দল জিতেছে এটাই বড় কথা। গোটা দলের কৃতিত্ব।’’ দিমিত্রির কথায়,‍‘‘এই জয় আমার পরিবার ও সমর্থকদের উৎসর্গ করছি।’’

Latest article