এই প্রথম কৃষ্ণাঙ্গ মুখ

Must read

আমেরিকার মুদ্রায় এখনও পর্যন্ত কোনও কৃষ্ণাঙ্গ মানুষের জায়গা হয়নি। প্রথা ভেঙে এবারই প্রথম আমেরিকার মুদ্রাতে স্থান পেলেন কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের অন্যতম মুখ মহিলা সাহিত্যিক মায়া অ্যাঙ্গেলুর (Maya Angelou) ছবি। জানা গিয়েছে, আমেরিকার ২৫ সেন্টের কয়েনের একপিঠে থাকে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মুখ। অন্যদিকে রয়েছে একটি ঈগলের ছবি। দীর্ঘ ৯০ বছরের সেই স্মৃতি থেকে সরে এল বাইডেন প্রশাসন। কয়েনের একপিঠ থেকে সরে গেল ঈগলের ছবি। পরিবর্তে সেখানে জায়গা পেল মায়া অ্যাঙ্গেলুর (Maya Angelou) মুখ। আমেরিকার ইতিহাসে এই প্রথম সে দেশের মুদ্রায় কোনও কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন মহিলার ছবি বসল। মঙ্গলবার আমেরিকার অর্থ দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রার উদ্বোধন করা হয়। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনে মায়ার অবদানের কথা মাথায় রেখেই তাঁকে এই বিরল সম্মান দিল আমেরিকা।

আরও পড়ুন: জেরবার ট্রাম্প

Latest article