মুম্বই : কে এল রাহুলের চোট। ইংল্যান্ড সফরে বিকল্প সহ-অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ। বিকল্প ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) । বিসিসিআই সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। শুধু ঘোষণাটুকু বাকি।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিনায়ক ঋষভকেই রোহিত শর্মার ডেপুটির দায়িত্ব দেওয়া হচ্ছে। আর মায়াঙ্ক যেহেতু ইংল্যান্ড সফরে স্ট্যান্ডবাই ছিলেন, তাই তাঁকে রাহুলের জায়গায় দলে যুক্ত করা হচ্ছে। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এই লেখার সময় পর্যন্ত হয়নি।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে এখন কেউ চোট পেলে নির্দিষ্টভাবে সেই জায়গাতেই প্লেয়ার নেওয়ার কথা ভাবছে। সেই হিসাবে ওপেনারের জায়গায় ওপেনার। মিডল অর্ডারের জায়গায় মিডল অর্ডার। লক্ষ্য হল দলের ব্যালান্স ঠিক রাখা।
আরও পড়ুন: হার্দিক জানে কী করতে হবে : ম্যাকগ্রা
অধিনায়ক রোহিত শুক্রবারই সপরিবার ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন। মায়াঙ্ক (Mayank Agarwal) যাবেন ২০ তারিখ কোচ রাহুল দ্রাবিড় ও ঋষভ পন্থের সঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন। লেস্টারশায়ারের সঙ্গে ভারতের চারদিনের প্রস্তুতি ম্যাচ শুরু ২৪ জুন।