মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রকল্পের কাজে বাড়ল গতি, ১ বছরে ৪৫৮ মৌজায় জল

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : কাজে ধীরগতির জন্য বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই গতি এসেছে জাইকা পানীয় জল (Water) প্রকল্পে। কংসাবতী জলাধার থেকে পুরুলিয়ার পাঁচটি ব্লকে নলবাহিত পানীয় জল দেওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে। শুক্রবার জলাধারের পাড় অবধি গিয়ে সামগ্রিক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পানীয় জল (Water Project) প্রকল্পের কাজে যুক্ত আধিকারিকরা। মানবাজার থানার ধানাড় গ্রাম পঞ্চায়েতের জামদা জলাধার থেকে জল তোলা হবে। সেই জল দীর্ঘ ১৪৫০ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে গ্রামে গ্রামে। মানবাজার ১ নং ব্লকের ১৬১, বরাবাজার ব্লকের ১৩৭, আড়শা ব্লকের ৬৩, পুঞ্চা ব্লকের ৩৮ ও পুরুলিয়া ১ ব্লকের ৫৯টি মৌজার ৬৬,৭২৮টি পরিবারে জলের সংযোগ দেওয়া হবে। বর্তমান জনসংখ্যার পাশাপাশি ২০৪০ সাল অবধি এলাকার সম্ভাব্য বর্ধিত জনসংখ্যা ধরেই জলের সংস্থান রাখা হচ্ছে এই প্রকল্পে। সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়া জেলা জুড়ে জলস্বপ্ন প্রকল্পে বহু এলাকায় জল সরবরাহের ব্যবস্থা হয়েছে। জাইকার প্রকল্পগুলি রূপায়িত হলে এই জেলায় আর কোনও গ্রাম জল সংযোগ থেকে বাদ থাকবে না।’ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট হন সভাধিপতি।

আরও পড়ুন: রাজ্যবাসীকে ‘জলে ডুবিয়ে’ ত্রিপুরার ভোট প্রচারে অসমের মুখ্যমন্ত্রী

Latest article