রাজ্যে অগ্নিগর্ভ অগ্নিপথ, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ-অবরোধ

Must read

ব্যুরো রিপোর্ট : কেন্দ্রের আরেক জনবিরোধী নীতি নিয়ে উত্তাল দেশ। তার আঁচ পড়ল বাংলার গায়েও। ইতিমধ্যে কৃষিবিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের মুখ পুড়েছে। এবার সেনাবাহিনীতে নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। রাজ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অগ্নিগর্ভ হল ‘অগ্নিপথ’ (Agnipath)। অনেক আশা নিয়ে বহু যুবক সেনায় ভর্তির জন্য তৈরি হচ্ছিলেন, তাঁদের ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তায়।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের নামে চাঁদা তুললেই ব্যবস্থা গ্রহণ করা হবে, কড়া বার্তা অভিষেকের

উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কয়েকশো যুবক শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করেন শুক্রবার। বিক্ষোভকারীদের অভিযোগ, দেড় বছর আগে সেনাবাহিনীতে নিয়োগের জন্য শারীরিক মাপজোক ও মেডিক্যাল টেস্ট হয়েছিল। লিখিত পরীক্ষা করোনার কারণে বারবার বাতিল হয়েছে। দেড় বছর পরে কেন্দ্র বলছে, নতুন করে নিয়োগ করা হবে, তাও অস্থায়ীভাবে! সেবক রোড চেকপোস্ট থেকে মিছিল হিলকার্ট রোডে এলে পুলিশ পথ আটকায়। শিলিগুড়ি চিত্তরঞ্জন ফ্লাইওভারের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। উত্তর ২৪ পরগনার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন বহু যুবক, শুক্রবার সকালে। ভাটপাড়ায় টায়ার জ্বালিয়ে ঘোষপাড়া রোড অবরোধ করা হল। শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ন’টা বনগাঁ-শিয়ালদহ শাখার ঠাকুরনগর স্টেশনে অবরোধ চলে। ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। বিক্ষোভের রেশ পৌঁছয় হাওড়াতেও। শুক্রবার সকালে একদল এনসিসি ক্যাডেট অগ্নিপথ (Agnipath) প্রকল্প বাতিলের দাবিতে মিছিল করে এসে হাওড়া ব্রিজ অবরোধ করে। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। অবরোধের জেরে ব্রিজে যানজট হয়।

Latest article