প্রতিবেদন : পরপর দুই ম্যাচে বরোদা ও হায়দরাবাদকে হারিয়ে রঞ্জি ট্রফির নকআউট প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলা। বৃহস্পতিবার থেকে এলিট বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অভিমন্যু ঈশ্বরণের দল খেলবে চণ্ডীগড়ের বিরুদ্ধে। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই নকআউট পাকা বাংলার। তবে মনোজ তিওয়ারি, শাহবাজ আহমেদরা সরাসরি জিতেই কোয়ার্টার ফাইনালে পা রাখতে চাইছেন।
আরও পড়ুন-ত্রিস্তরীয় নিরাপত্তায় শুরু ১০৮ পুরসভার নির্বাচনের গণনা
কোভিড আবহে রঞ্জির নতুন নিয়মে ম্যাচের একদিন আগেই শুধু অনুশীলন করতে পারবে দল। তাই মঙ্গলবার হোটেলের লনেই ফিজিক্যাল ট্রেনিং করেন বঙ্গ ক্রিকেটাররা। এছাড়াও পুল সেশন এবং সুইমিং পুলেও সময় কাটান অভিষেক পোড়েলরা।
আরও পড়ুন-ঠিকানা খুঁজে পেল বইমেলা
বরোদা ম্যাচের পিচেই সম্ভবত গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলা। ভুবনেশ্বর থেকে বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, ‘‘খুব জরুরি না হলে উইনিং কম্বিনেশন আমরা ভাঙতে চাই না। চেষ্টা করব একই দল ধরে রাখার। তবে ব্যাটিং অর্ডারে কিছু বদল হতে পারে। যারা আগের দুই ম্যাচে নিচের দিকে নেমে ভাল ব্যাট করেছে তাদের উপরে তুলে আনা হতে পারে।’’ সৌরাশিস বুঝিয়ে দিলেন, শাহবাজ ও অভিষেক পোড়েলকে আরও বেশি বল খেলার সুযোগ দেওয়া হতে পারে। বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে বাংলা।