সংবাদদাতা, শিলিগুড়ি : শহরে বেসরকারি নার্সিংহোমগুলিতে রোগী হয়রানি রুখতে ব্যবস্থা নিলেন মেয়র। ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়ার নির্দেশ দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Mayor Gautam Deb)। এই মর্মে ইতিমধ্যেই নার্সিংহোমগুলিকে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়র জানিয়েছেন, আজ মঙ্গলবার নার্সিংহোম কতৃর্পক্ষদের নিয়ে বৈঠক করবেন। তিনি বলেন, কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল ডেঙ্গু-রোগীদের হেনস্থা করেছে নার্সিংহোমগুলি। প্রয়োজনের অতিরিক্ত বিল করা হচ্ছিল। সেই অভিযোগ পেয়েই নেওয়া হয়েছে ব্যবস্থা। উল্লেখ্য, ডেঙ্গু রুখতে পুরসভার তরফে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
আরও পড়ুন-মেদিনীপুরে চারদিনের সফরে মুখ্যমন্ত্রী
পুর এলাকাগুলিতে প্রতিদিন স্প্রে করা হচ্ছে। নর্দমায় ছাড়া হচ্ছে গাপ্পিমাছ। পুরসভার সার্ভে টিমের সদস্য সংখ্যাও বাড়ানো হচ্ছে। প্রতিনিয়ত চলছে সচেতনতামূলক প্রচারও। এরই মধ্যে মেয়রের কাছে নার্সিহোমগুলির অসহযোগিতার অভিযোগ আসতেই দ্রুত ব্যবস্থা নিলেন তিনি।
নার্সিংহোমগুলিতে ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দেওয়া হলে উপকৃত হবেন রোগীরা। আজ বৈঠকের মাধ্যেমে নার্সিংহোমগুলিকে এই নির্দেশ দেবেন মেয়র (Mayor Gautam Deb)। রোগী হয়রানি কোনওভাবে বরদাস্ত করা হবে না— এই বার্তাও দেওয়া হবে। পাশাপাশি ডেঙ্গু রুখতে আরও একাধিক ব্যবস্থা নিয়েও পদক্ষেপ নেওয়া হবে পুরসভার তরফে। এর ফলে সমস্যা মিটবে এমনটা আশা করা যায়।