অভিযোগ পেয়েই সরেজমিনে মেয়র

এই পরিস্থিতি দেখে মেয়র ক্ষোভ প্রকাশ করেন। পুরকর্মীদের দিয়ে জঞ্জাল ও জঙ্গল পরিষ্কার করিয়ে তার খরচ বহুতলের মালিককে মেটাতে হবে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : অর্ধসমাপ্ত পুরনো বাড়ি আবর্জনায় ভরা। বাড়ছে মশার প্রকোপ। টক টু মেয়রে এমনই অভিযোগ করেন এক ব্যক্তি। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুরকর্মী, কাউন্সিলরদের নিয়ে পৌঁছে গেলেন এলাকায়। নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিলেন সাফাইয়ের।

আরও পড়ুন-উপনির্বাচনের আগে বিজেপি প্রার্থীকে নোটিশ কমিশনের

গত শনিবার শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ড থেকে এক ব্যক্তি টক টু মেয়রে ফোন করে অভিযোগ জানান মেয়রের কাছে। এরপর মেয়র নিজেই কোদাল হাতে নিয়ে সমস্যা সমাধানে নামার কথা বলেছিলেন। মঙ্গলবার সকালে ওয়ার্ড কাউন্সিলর কমল আগরওয়াল ও জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ মানিক দে-কে সঙ্গে নিয়ে মেয়র নিজেই এলাকা পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখা যায় বাম আমলে তৈরি বিল্ডিং(অর্ধসমাপ্ত) এখন জতুগৃহ হয়ে পড়ে রয়েছে। যেখানে জঙ্গল ও জঞ্জালে ভরে উঠেছে।

আরও পড়ুন-ব্যাপক কর্মী ছাঁটাই

এই পরিস্থিতি দেখে মেয়র ক্ষোভ প্রকাশ করেন। পুরকর্মীদের দিয়ে জঞ্জাল ও জঙ্গল পরিষ্কার করিয়ে তার খরচ বহুতলের মালিককে মেটাতে হবে। এদিন গৌতম দেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শহরের ভেতরে এইভাবে জঞ্জাল করে রাখা যাবে না। এর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। মেয়র সাফ জানিয়ে দেন, এতদিন নোটিশ দেওয়া হয়েছে, এবার কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

Latest article