এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর প্রথম দিনে ভারত তার ঝুলিতে নিয়ে ফেলেছে পদক| শুটিংয়ে দিনের প্রথম পদক জিতেছিল ভারত। বাকি ৪টি পদকের মধ্যে একটি এসেছে শুধুমাত্র শুটিং থেকে। বাকি ৩টি পদক রোয়িংয়ে জিতেছে । মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে শুটিংয়ে ভারত সিলভার জিতেছে। দ্বিতীয় সিলভার পদক ভারত রোয়িংয়ে জিতেছে।
আরও পড়ুন-যমুনা বিহারে স্কুলে দশম শ্রেণির ছাত্রকে থাপ্পড়, ঘুষি ও লাথি শিক্ষকদের, তদন্তে পুলিশ
এশিয়ান গেমস ২০২৩-এ শুটিং দিয়ে ভারতের রমিতা, মেহুলি এবং আশি একসঙ্গে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সিলভার পদক জিতেছেন। তিনজন মিলে ১৮৮৬ পয়েন্ট স্কোর করেছিলেন। রমিতা ৬৩১.৯ পয়েন্ট করেছিলেন। মেহুলি স্কোর করেছিলেন ৬৩০.৮ আর আশি স্কোর করেছে ৬২৩.৩ পয়েন্ট।
আরও পড়ুন-হিমাচল প্রদেশে ভূমিকম্প, মান্ডিতে ২.৮ মাত্রার ভূমিকম্প
দলগত ইভেন্টে দেশের হয়ে একক ইভেন্টে ব্রোঞ্জের পদকও জিতেছেন রমিতা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রমিতা জিন্দাল ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া ভারতের হয়ে, লেখ রাম এবং বাবু লাল যাদব রোয়িংয়ের পুরুষদের জোড়া ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরুষদের আট ইভেন্টে তিনি সিলভার পদকও জিতেছেন। ভারত এখানে চিনের চেয়ে মাত্র ২.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিল।
আরও পড়ুন-চারু মার্কেটে রাস্তার উপর বাড়ি ভেঙে পড়ল, জখম পথচারী
অন্যদিকে মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে মহিলা দল। গোল্ড বা সিলভার মেডেল জিতে যেতেই পারেন। আরও একটি মেডেল যে ভারতের নিশ্চিত হয়ে গেল বলাই বাহুল্য। সব মিলিয়ে এশিয়ান গেমসের রবিবারের সকালটা ভারতের জন্য বেশ সুখকর।
আরও পড়ুন-চোখের সামনে স্ত্রীকে ‘গণধর্ষণ’, যোগীরাজ্যে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা দম্পতির
এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লেখেন, ‘চীনে ১৯তম এশিয়ান গেমসের প্রথম দিনে ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত।ইতিমধ্যেই ৫ পদক নিয়ে গর্বিত ভারত ! আমাদের বাংলার মেহুলি ঘোষ, আশি চৌকসে এবং রমিতা জিন্দালকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে মহিলা দলের সিলভার জয়ের জন্য আমার আন্তরিক অভিনন্দন৷ রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টে সিলভার জয়ের জন্য সেনা সদস্য অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিংকেও অভিনন্দন৷
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে রমিতাকে তার ব্রোঞ্জ পদক এবং রোয়িং পুরুষদের জোড়া বিভাগে ব্রোঞ্জ জেতার জন্য বাবু লাল যাদব এবং লেখ রামকে আমার শুভেচ্ছা জানাই। এছাড়াও রোয়িংয়ে ভারতের পুরুষদের আট দলকে ভারতের জন্য সিলভার পদক আনার জন্য অভিনন্দন। আপনার অটল পরিশ্রম আমাদের গর্বিত করে।’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…