তিরন্দাজি আর রিলেতেও পদক

এছাড়া কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন সুনীল কুমার। বক্সিংয়ে ব্রোঞ্জ পান প্রবীণ হুডা। স্কোয়াশে ব্রোঞ্জ এনেছেন অভয়-আনহাত জুটি।

Must read

হাংঝাউ, ৪ অক্টোবর : চলতি এশিয়ান গেমসে বুধবারও একগুচ্ছ পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ১৮টি সোনা, ৩১টি রুপো ও ৩২টি ব্রোঞ্জ-সহ মোট ৮১ পদক নিয়ে দিনের শেষে চতুর্থ স্থান ধরে রাখল ভারত।

আরও পড়ুন-নিজ্জরের ছেলের মন্তব্যে বেকায়দায় পড়ল ট্রুডো সরকার

দিনের প্রথম সোনা এসেছিল তিরন্দাজিতে। কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ১৫৯-১৫৮ পয়েন্টে হারিয়ে সোনা ছিনিয়ে নেন জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওতালে। তার আগেই ৩৫ কিলোমিটার রিলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতের মঞ্জর রানি ও রাম বাবু। এর কিছুক্ষণ পরেই মেয়েদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে রুপো পান লভলিনা বরগোহাঁই।

আরও পড়ুন-ব্যক্তিগত আলোচনা চান কানাডার বিদেশমন্ত্রী

ভারতকে দিনের দ্বিতীয় সোনা উপহার দেন নীরজ চোপড়া। জ্যাভলিনে তিনি সোনা জেতেন। রুপো পান আরেক ভারতীয় কিশোর জেনা। এর মিনিট দশেক পরেই ছেলেদের ৪০০ মিটার রিলে দৌড় থেকে তৃতীয় সোনা পায় ভারত। আনাস মুহম্মদ, আমজ জাকোব, আজমল মহম্মদ ও রাজেশ রমেশ ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি সোনা জিতে নেন। এছাড়াও মেয়েদের ৪০০ মিটার রিলে দৌড়ে অল্পের জন্য সোনা হাতছাড়া করেছে ভারত। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় বিদ্যা রামরাজ, ঐশ্বর্য মিশ্র, প্রাচী ও সুভা ভেঙ্কটেশনকে। তার আগেই মেয়েদের ৮০০ মিটারে রুপো জিতেছিলেন হারমিলান বাইনস। প্রসঙ্গত, হারমিলান এর আগে মেয়েদের ১৫০০ মিটার দৌড়েও রুপো পেয়েছিলেন।

আরও পড়ুন-ঝাড়খণ্ড যাওয়ার পথে নিম্নচাপ ফের বাঁক খেয়ে ফিরে এসেছে বাংলায়

পুরুষদের পাঁচ হাজার মিটার দৌড় থেকেও পদক এসেছে। রুপো পান অবিনাশ সাবলে। চলতি এশিয়াডে যা তাঁর দ্বিতীয় পদক। এর আগে স্টিপলচেজে সোনা জিতেছিলেন অবিনাশ। এছাড়া কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন সুনীল কুমার। বক্সিংয়ে ব্রোঞ্জ পান প্রবীণ হুডা। স্কোয়াশে ব্রোঞ্জ এনেছেন অভয়-আনহাত জুটি।

Latest article