প্রতিবেদন : বিভিন্ন আদালতে প্রচুর মামলা জমে আছে। কারণ ভারতে একটা অবিশ্বাসের সংস্কৃতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। সে কারণেই আধিকারিকরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন না। আর সেজন্যই এত মামলা বিভিন্ন আদালতে ঝুলে রয়েছে। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে শনিবার এই মন্তব্য করেন দেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Y. Chandrachud- Media Trial)। প্রধান বিচারপতি আরও বলেন, বিচারব্যবস্থার সামনে বর্তমানে সোশ্যাল মিডিয়া এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সোশ্যাল মিডিয়ার (Social Media) কারণে প্রত্যাশার চাপও অনেক বেড়ে গিয়েছে। সেই চাপ সামলাতে হয় শীর্ষ আদালতকে। বিশেষ করে আজকের দিনে মিডিয়া ট্রায়াল (Dhananjaya Y. Chandrachud- Media Trial) এক ভয়ঙ্কর প্রবণতা হয়ে উঠেছে। একইসঙ্গে দেশের প্রধান বিচারপতি বলেন, আজকের দিনে সমাজ ও বিচারব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। কিন্তু এদেশে আজও মহিলারা বিচারব্যবস্থা থেকে বেশ কিছুটা দূরেই আছেন। বলা যেতে পারে, ভারতে এখনও পিতৃতান্ত্রিক ও সামন্ততান্ত্রিক মানসিকতা কাটিয়ে উঠতে পারেনি। এই প্রবণতার বদল হওয়া দরকার। মহিলা ও প্রান্তিক মানুষকে আরও বেশি করে তুলে আনা প্রয়োজন। এদেশের মানুষের এখনও শীর্ষ আদালতের উপর আস্থা আছে। সকলেই মনে করেন, শীর্ষ আদালতে তাঁদের স্বাধীনতা ও অধিকার সুরক্ষিত ও নিরাপদ থাকবে। তাঁরা সুপ্রিম কোর্টের কাছে উপযুক্ত বিচার পাবেন। সে কারণেই ভারতের সুপ্রিম কোর্টে (Supreme Court) এত বেশি মামলা দায়ের হয়।