মেদিনীপুর মেডিক্যাল কলেজ ক্যাথল্যাবে হচ্ছে আরও আধুনিক

এতদিন হার্টের জটিল রোগে মেদিনীপুর থেকে মানুষকে ছুটতে হত কলকাতায়। এবার শুধু মেদিনীপুর নয়, তার আশপাশের জেলার মানুষেরও উপকার হবে।

Must read

প্রতিবেদন : আরও আধুনিক হয়ে উঠছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ। সেখানে গড়ে উঠছে ক্যাথল্যাব। জোরকদমে চলেছে কাজ। নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে। এই ক্যাথল্যাব তৈরি হলে হার্টের রোগীদের প্রভূত উপকার হবে। নয়া এই ইউনিট গড়ে উঠলে অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারির মতো বহু জটিল অস্ত্রোপচার সম্ভব হবে এখানেই। এতদিন হার্টের জটিল রোগে মেদিনীপুর থেকে মানুষকে ছুটতে হত কলকাতায়। এবার শুধু মেদিনীপুর নয়, তার আশপাশের জেলার মানুষেরও উপকার হবে।

আরও পড়ুন-ইডির মামলা ৫৪২২, দোষী মাত্র ২৩! সাফল্যের এই ‘নমুনা’ সংসদে জানাল খোদ মোদি সরকার

পুরুষদের জন্য ৫০টি এবং মহিলাদের জন্য ৫০টি শয্যা নিয়ে কার্ডিওলজির নয়া ইউনিট চালু হতে চলেছে। স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি জানিয়েছেন, দুই মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড ও বিহারের মানুষ-সহ কয়েক লাখ মানুষের চিকিৎসার প্রাণকেন্দ্র এটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের উন্নয়নে। এখানে নবজাতকদের জন্য তৈরি হয়েছে ১০৪ শয্যার অত্যাধুনিক আলাদা ওয়ার্ড। ১০০ শয্যার কার্ডিওলজি ইউনিটের চালু দতে চলেছে। সুপার ইন্দ্রনীল সেন বলেন, ‘‘এই ক্যাথল্যাবটা দীর্ঘদিনের প্রকল্প। মুখ্যমন্ত্রী নিজে ছাড়পত্র দিয়েছিলেন। কাজ শেষের পর্যায়ে। কয়েক মাসের মধ্যেই আমরা এটিকে চালু করে দিতে পারব।’’

Latest article