ফারুকের বিরুদ্ধে চার্জশিট

আর্থিক দুর্নীতির অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

Must read

নয়াদিল্লি : আর্থিক দুর্নীতির অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির অভিযোগ, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থার বেআইনি আর্থিক লেনদেনে জড়িত ছিলেন ফারুক আবদুল্লা।

আরও পড়ুন-মেদিনীপুর মেডিক্যাল কলেজ ক্যাথল্যাবে হচ্ছে আরও আধুনিক

২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য ক্রিকেট সংস্থার তহবিল থেকে ৪৫ কোটি টাকারও বেশি সরিয়ে ফেলেছেন। চার্জশিটে ফারুক ছাড়াও আরও ৩ জনের বিরুদ্ধে কয়েক কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এনেছে ইডি। ইতিমধ্যেই ফারুকের ১১ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ইতিমধ্যেই এই মামলাকে প্রতিহিংসামূলক বলে উল্লেখ করেছে ফারুকের দল।

Latest article