প্রতিবেদন : আজ রাজধানীতে হাই ভোল্টেজ বৈঠক তৃণমূলের। ২ এবং ৩ অক্টোবর দলের কী কী কর্মসূচি হতে চলেছে তারই দিকনির্দেশ করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ অক্টোবর রবিবার রাতে দিল্লিতে বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। রাত ৮টা দলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের বাড়িতে বৈঠক ডাকা হয়েছে। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের তরফে চিঠি দিয়ে রাজ্যসভার সব সাংসদ, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন-তৃণমূলের উদ্যোগে খুলল বন্ধ চা-বাগান
এই বৈঠকে ২ অক্টোবরের ধরনা এবং ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই সম্পর্কে বিশদ আলোচনা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই দলের সমস্ত সাংসদদের কাছে চিঠি পাঠানো হয়েছে। রবিবার রাতে বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও জানানো হয়েছে। ধরনা কর্মসূচি সহ পরবর্তী পদক্ষেপ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আলোচনা হবে বৈঠকে।
আরও পড়ুন-নিজের সঙ্গেই লড়াই : নীরজ
১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের ‘মিশন দিল্লি’ নিয়ে ইতিমধ্যেই রাজধানীতে ঘাসফুল শিবিরের তরফে সাজ সাজ রব। সারা বাংলা থেকে সংগৃহীত ৫০ লক্ষেরও বেশি চিঠি পৌঁছেছে দিল্লিতে। সেই চিঠি নিয়েই গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল নেতৃত্ব। দেখা হতে পারে মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে।