প্রতিবেদন : বুধবার মাঝরাতে ভোপালে ফিরল ১৯৮৪ সালের সেই ভয়াবহ দুঃস্বপ্নের স্মৃতি। ভোপালের মাদার ইন্ডিয়া কলোনির এক কারখানা থেকে মাঝরাতে গ্যাস লিক করে তীব্র আতঙ্ক ছড়াল। গ্যাস লিকের জেরে অসুস্থ পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে মাঝরাতে অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালান। তবে পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার আগেই অত্যন্ত তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে আনেন দমকল কর্মীরা।
আরও পড়ুন-মুক্ত বাণিজ্য চুক্তি ফের সক্রিয়তা শুরু
পুলিশ জানিয়েছে, বুধবার রাত আড়াইটে নাগাদ মাদার ইন্ডিয়া কলোনিতে একটি পানীয় জলের কারখানা থেকে হঠাৎই ক্লোরিন গ্যাস লিক করতে শুরু করে। ক্লোরিনের ঝাঁঝালো গন্ধে অনেকেরই শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বমি বমিভাবের মতো সমস্যা দেখা দেয়। কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি শিশু গ্যাসের ঝাঁঝালো গন্ধে জ্ঞান হারায়। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন-বাংলার পথে কেরলেও রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর ভাবনা
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার বিকেলের দিকে পানীয় জলের কারখানায় ক্লোরিন গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক শুরু হয়েছিল। সঙ্গে সঙ্গেই সেটি ঠিক করা হলেও পরে আবার ওই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। এরপরই একে একে অসুস্থ হন। গ্যাসের ঝাঁঝালো গন্ধ ক্রমশ বেড়ে চলায় ওই সিলিন্ডারটিকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, ৩৭ বছর আগে ভোপাল গ্যাস দুর্ঘটনায় এই মাদার ইন্ডিয়া কলোনিতেই বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন