কাপজয়ী সতীর্থদের সোনার আইফোন উপহার মেসির

ইংল্যান্ডের নামী সংবাদপত্র দ্য সানের খবর, জাতীয় দলের সতীর্থ এবং কোচিং স্টাফদের জন্য ৩৫টি আই ফোন কিনেছেন মেসি।

Must read

লন্ডন, ২ মার্চ : দীর্ঘদিনের অধরা স্বপ্নটা পূরণ হয়েছে কাতারে। প্রথমবার বিশ্বকাপ ট্রফিটা মুঠোয় নিয়েছেন লিওনেল মেসি। তারই কৃতজ্ঞতাস্বরূপ এবার বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের সব ফুটবলার এবং কোচিং স্টাফদের অভিনব উপহার দিলেন মেসি।
ইংল্যান্ডের নামী সংবাদপত্র দ্য সানের খবর, জাতীয় দলের সতীর্থ এবং কোচিং স্টাফদের জন্য ৩৫টি আই ফোন কিনেছেন মেসি। ২৪ ক্যারেট সোনায় তৈরি ফোনগুলিতে রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগো। এছাড়া প্রতিটি ফোনে আলাদা আলাদা করে লেখা রয়েছে দলের প্রত্যেক সদস্যের নাম। ভারতীয় মুদ্রায় প্রতিটি ফোনের দাম পড়ছে প্রায় ১ কোটি ৭৩ লক্ষ! সব মিলিয়ে মোট ৬০ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ হচ্ছে মেসির!

আরও পড়ুন-নিউজিল্যান্ডে হবে বুমরার অস্ত্রোপচার

এই আই ফোনগুলো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মেসির কাছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের যেসব সদস্যরা প্যারিসে থাকেন, তাঁদের গত শনিবার নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন মেসি। সেখানেই তাঁদের হাতে আই ফোন তুলে দেন। বাকি সদস্যরাও যাতে দ্রুত এই উপহার পেয়ে যান, তার ব্যবস্থাও করে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির এক ঘনিষ্ঠ বন্ধু এই বিষয়ে জানিয়েছেন, ‘‘বিশ্বকাপ জেতার পরেই সতীর্থদের উপহার দেওয়ার কথা ভেবেছিল লিও। যা হবে অভিনব।’’ এর জন্য নামী উদ্যোগপতি বেন লিয়নসের সংস্থা আইডিজাইন গোল্ডকে অর্ডার দেন মেসি। ফোনের নকশাও পছন্দ করে দিয়েছেন তিনি।

Latest article