নিউজিল্যান্ডে হবে বুমরার অস্ত্রোপচার

বুমরা পিঠে অস্ত্রোপচারের জন্য বোর্ডের মেডিক্যাল টিম ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন

Must read

নয়াদিল্লি, ২ মার্চ : জসপ্রীত বুমরার পিঠের চোট নিয়ে জল্পনা তুঙ্গে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ভারতীয় পেসার। এই পরিস্থিতিতে অস্ত্রোপচারের জন্য বুমরাকে নিউজিল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। আগামী কয়েক দিনের মধ্যেই অকল্যান্ডে উড়ে যাবেন তিনি। বোর্ড সূত্রে তেমনটাই খবর।

আরও পড়ুন-ভাঙলেন লিয়ন, জয়ের মুখে অস্ট্রেলিয়া

বুমরা পিঠে অস্ত্রোপচারের জন্য বোর্ডের মেডিক্যাল টিম ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। বুমরা অস্ত্রোপচার করবেন নিউজিল্যান্ডের নামী অস্থিশল্য চিকিৎসক রোয়ান সাউটন। যিনি ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের জটিল অস্ত্রোপচার সফলভাবে করেছিলেন। অতীতে কিউয়ি ফাস্ট বোলার শন বন্ডেরও সফল অস্ত্রোপচার করেছেন।

আরও পড়ুন-প্রথমবার জোড়া মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

তবে অস্ত্রোপচার সফল হলেও, মাঠে ফিরতে বুমরার আরও ২০ থেকে ২৪ সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন চিকিৎসকরা। ফলে ভারতীয় পেসারের সেপ্টেম্বরের আগে ফিট হওয়ার সম্ভাবনা নেই। ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে বুমরার পক্ষে খেলা সম্ভব নয়। তবে দেশের মাঠে আয়োজিত একদিনের বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন, এমনটাই আশা করছে বিবিসিআই।

Latest article